এবারে꧙র খাল পরিষ্কার কর্মসূচি কোনো লোকদেখানো নয় ব♚লে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১ নভেম্বর) সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর খিলগাঁওয়ে খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা জ𒀰ানান।
আসিফ বলেন, “যুব দিবস উপলক্ষে💦 এবার ৬৪ জেলায় ৬৪টি খাল ও জলাশয় পরিষ্কারের কর্♈মসূচি নিয়েছে সরকার। এবারের কর্মসূচি কোনো লোকদেখানো হবে না।”
এ ছাড়া খালের দ👍ুই পাশে সৌন্দর্যবর্ধনে গাছ লাꦜগানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আসিফ মাহমুদ।
এদিকে প্রতিটি খাল-নদী পরিষ্কার রাখা ও স♏ংরক্ষণে স্থানীয়ভাবে কমিটি গঠন হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন💎 উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরে কয়েক শ স্বেচ্ছাসেবী নদী, জলাশয় ও খাল পরিষ্ক�🦩�ার করার শপথ নিয়ে জিরানী খাল পরিষ্কার শুরু করেন।