রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মঙ্𓂃গলবার (১৬ জুলাই🌜)।
সোমবার (১৫ জুলাই) এক বিꦛজꩵ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে 🔥বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বনানী ডিওএইচএস, শহীদ মঈনুল রোড এবং স্বাধীনতা সরণি সংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস๊ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় এ🅷সবꦜ এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকবৃন্দের সাময়িক এ অসুবিধার জ෴ন্য দুঃখ প্রকাশ করেন তিতাꦗস গ্যাস কর্তৃপক্ষ।