• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মন্দিরে নিরাপত্তা না দিতে পারায় মাজারে হামলা হচ্ছে : নাগরিক কমিটি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৯:২৮ এএম
মন্দিরে নিরাপত্তা না দিতে পারায় মাজারে হামলা হচ্ছে : নাগরিক কমিটি

দেশের বিভিন্ন🦹 মন্দিরে হামলার ঘটনায় যথাযথ নিরাপত্তা দিতে না পারায় মাজারে হামলা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সং🙈বাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বা✤য়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সদস্যসচিব আখতার হোসেনসহ অন্য নেতারা।

লিখিত বক্তব্যে সামান্তা শারমিন বলেন, “মন্দির-মাজার যারা ভাঙছে তাদের বিরুদ্ধে এখনও কেন আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্ন আমরা সরকারের কাছে রাখছি। আমরা আশা করি, সরকার অতি দ্রুত এসব রুখে দিতে ব্যবস্থা নেবে। তা না করতে পারলে সরকার এবং দেশ উভয়ের জন্য ক্ষতি𓆏র কারণ হবে।”

লিখিত বক্তব্যে আরও বলা হয়, “একইসঙ্গে যারা এসব কাজে জড়িত, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, তারা দেশ ও গণ-অভ্যুত্থানের শত্রু। ফ্যাসিবাদের ♐বিভিন্ন দেশি-বিদেশি মিত্রশক্তি এই মুহূর্তে গণ-অভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এসব ঘটনা তাদের এই কাজে রসদ যোগাচ্ছে। আমাদের মনে রাখতে হবে, যারা এসব ঘটাচ্ছে তারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়াচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এসব ঘটনার পেছনে কাদের উসকানি আছে তা খতিয়ে দেখার জন্য।”

সামান্তা শারমিন আরও বলেন, “এসব নিয়ে সরকারের কাছ থেকে যে প্রতিক্রিয়া মানুষ আশা করছিল, তা পূরণ করতে পারেনি সরকার। কেন আইনশৃঙ্খলꦑা বাহিনী কাজ করছে না, এ বিষয়ে কোনো বক্তব্য সরকারের কাছ থেকে পাওয়া যায়নি। যেকোনো ইস্যুতে সরকারের তৎপরতা খুবই মন্থর ও ধীরগতির। সরকারকে মনে রাখতে হবে, তারা গণঅভ্যুত্থানের সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যদি তারা ধারণ করতে না পারে তা হবে দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর।”

Link copied!