অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরই হবে, এমন কথা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেননি বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তি𒊎নি বলেছেন, “ভালো-মন্দ না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছে। পুরো বিষয়টি ক্লিয়ার করা হয়েছে, চার বছরের কথা বলা হয়নি। চার বছর রেফারেন্স আসছে যে, কারও কারও ডিমান্ড ๊ছিল পার্লামেন্টের মেয়াদ ৪ বছর হোক। সেই আলোকে একটা সরকারের ক্ষেত্রে এই কথা আসছে। অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে এটা বলা হয়নি।”
সোমবার (১৮ নভেম্বর) ফরেন 🔯সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “পুরো বিষয়টা ক্লিয়ার করতে হবে। 🦄পুরো ইন্টারভিউটা আপনারা (গণমাধ্যমকর্মী) ভালোভাবে শুনেন। ইন্টারভিউতে তিনি (প্রধান উপদেষ্টা) কী বলেছেন? সংবিধান নিয়ে অনেক আলোচনা হয়েছে।”
শফিকুল আলম আরও বলেন, “কোনো কোনো ক্ষেত্রে বলা 𒊎হচ্ছে, পার্লামেন্টের ডিউরে💫শন ৪ বছরে আনা হোক। এই পরিপ্রেক্ষিতে তিনি কথাটা বলেছেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি এটা বলেননি।”