বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তীতে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাত꧋ালের বার্ন ইউনিটে আহত ১৫ জনকে আর্থিকꦓ অনুদান হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা করে দেওয়া হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুদান দেওয়া হয়।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে বার্ন ইউনিটে এই চেক হস্তান্তর করা ౠহয়।
এ সময় অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব এবং জুল🔜াই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১৮ সেপ্টেম্বর ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ ১০০ কোটি টাকা অনুদান দেয় অন্তর্꧋বর্তী সরকার। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হয়।