অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে রাজধানীতে আন্দোলনের মাত্রা বেড়েই চলেছে। আর এসব আন্দোলন ঘিরে যানজটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। এর ধারাবাহিকতায় চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনে নেমেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং ๊কর্মীরা। এতে পুরো রাজধানীজুড়ে তীব্র যানজটের👍 সৃষ্টি হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে কয়েকশ আউটসোর্সিং কর্মী শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। অবরোধের পর থেকে ঢাবি এলাকা,𒁏 মৎস্যভবন, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি মোড়, বাংলামোটর থেকে শাহবাগমুখী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধের ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। এখনও অবরোধ চলছে। সন্ধ্যা পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অবরꦯোধকারীরা। বিকেল পৌনে ৫টা পর্যন্তও অবরোধ চলছে। এতে চরম ভ🐼োগান্তিতে পড়েছেন এ পথে যাতায়াতকারী মানুষ।
অবরোধে বসে তারা ‘স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘𝓀ছাত্র জনতার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘দাসপ্রথা বিলুপ্ত চাই’- ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারীরা জানান, তারা আউটসোর্সিং নীতিমালা বাতিল এবং আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক ও প্রকল্পে কর্মরতদ🎀ের বহাল রেখে বয়স শিথিল করে চাকরি স্থায়ীকরণ চান।
আন্দোলনের আয়োজক আব্দুর রাকিব সনেট গণমাধ্যমকে বলেন, “জনগণের সেবা প্রদানের জন্য সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরে আউটসোর্সিংয়ের ম🔯াধ্যমে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীরা সততা ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে এটি আউটসোর্সিং নীতিমালা ২০১৮-এর ওপর প্র𒉰তিষ্ঠিত, যা একটি কালো আইন। এই কালো আইনের দ্বারা সরকার এবং কর্মরতদের আর্থিক ক্ষতি হচ্ছে।”
এ ছা🅷ড়া ঠিকাদার প্রতিষไ্ঠানগুলো টেন্ডারব্যবসার মাধ্যমে মূল্যবান অর্থ আত্মসাৎ করে যাচ্ছে। জনবল সরবরাহের নামে তারা কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তাই সরকারি অর্থ অপচয় না করে আউটসোর্সিং নীতিমালা বাতিল এবং এসব কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ী করে রাজস্বভুক্ত করার দাবি আন্দোলনের এ আয়োজক।
এদিকে দুপুরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি শাহবাগ মোড়ে আসেন। তিনি অবরোধকারীদের🌊 প্রতি সংহতি জানান। তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম 🅰শাহাবুদ্দিন শাহীন বলেন, “উনাদের প্রতিনিধিদল যমুনায় আলোচনা শেষে ফিরলে পুলিশ পরবর্তী সিদ্ধান্ত নেবে।”