প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৫ মে) বঙ্গবাজার বিপণিবিতান উদ্বোধন করবেন। এ উপলক্ষে সকাল ৬টা হতে দুপুর ১২টায় পর্যন্ত নিম্নলিখিত এলাকাগুলোয় রাস্তা বন্ধ ও রোড ডাইভারশন দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জা🃏নাไনো হয়েছে।
ডাইভারশন পয়েন্টগুলো
১. হাইকোর্ট ক্রসিং, ২. গোলাপশাহ মাজার ক্রসিং, ৩. সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং, ৪. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির (অমর একুশে হল) সামনে, ৫. ফুলবাড়িয়া ক্রসিং, ৬. চানখারপুল ক্রসিং, ৭. নিমতলী ক্রসিং।
এ অবস্থা🌌য় নগরবাসীকে উল্লিখিত এলাকাগুলোয় বিক🌺ল্প রাস্তা ব্যবহার করার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শনিবার যে চারটি বড় প্রকল্প উদ্বোধন করবেন, সেগুলো হলো ১০ 🀅তলাবিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতানের নির্মাণকাজ, পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট গেট পর্যন্ত আট সারির ইনার সার্কুলার রিং রোডের নির্মাণকাজ, ধানমন্ডি লেকের নজরুলসꦺরোবরের নির্মাণকাজ এবং শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্কের আধুনিকায়নের কাজ।