রাজধ💖ানীর মিরপুর ১১ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখান💦ার শ্রমিকরা।
মঙ্গলবার🔯 (১৮ জুলাই) সকাল ১০টার দিকে এই বিক্ষোভ শুর❀ু হয়।
পোশাক শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, বেতন-ভাতা বাড়ানোর দাবি💃তে সকাল ১০টা থেকে মিরপুর ১১ নম্বর গোলচত্বরে ওই এলাকার বিভিন্ন পোশাক কারখানার ৪০♎০-৫০০ শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ করছেন।
শ্রমিকদের অবরোধের কারণে ওই 🎶সড়ক🌞টি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ। ওই পথে না গিয়ে গাড়িগুলো বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন অনেকে।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বলেন, “শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চে🐻ষ্টা করা হচ্ছে।”