ব্যাটারিচালিত রিকশা বন্ধসহ ঢাকা স🎐িটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের ৭ দফা এবং জাতীয় রিকশা ও ভ্যান চালক সংগঠন ১০ দফা ♔দাবিতে করা আন্দোলনরত রিকশাচালকরা ৫ দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছেন।
সোমবার (২৬🍸 আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অবরোধ করে রিকশা চালকরা। এ সময় ৩১ আগস্ট পর্যন্ত দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেয় তারা।
ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের সাধারণ সౠম্পাদক মো. মমিন আলী বলেন, “আমরা আমাদের সাত দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি। তিন সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলি♑পি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন।”
মো. মমিন আলী বলেন, “আমরা ৩১ আগস্ট পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি। দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। আমরা রিকশার বৈধ মালিক। আমরা এক লাখ ৪৩ হাজার লাইসেন্সধারী বৈধ রিকশার মালিক। আমরা সরকারকে ট্য♕াক্স দেই।”
মো. মমিন আলী বলেন, “আমাদের আগামীতে কোনো কর্মসূচি নেই; তবে দাবি না মানলে ব𓄧ৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।”
এর আগে, ৭ দফা ও ১০ দফা দাবি দিয়ে লিফলেꦇট বিতরণ করে রিকশাচালকরা। যেখানে জাতীয় রিকশা ও ভ্যানচালক সংগঠন ১০ দফা ও ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোট ৭ দফা দাবি জানায়।