পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি শনিবার (২৫ মে) বিকেলের দিকেඣ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘রেমাল’। ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ওমান।
শনিবার (২৬ মে) আবহাওꦦয়াবিদ মনোয়ার হোসেন এক ব্রিফিংয়ে বলেন, গভীর নিম্নচাপটি ৮ থেকে ১০ কিলোমিটার বেগে এগিয়ে আসছে। ঘূ෴র্ণিঝড়ে রূপ নিলে তা পটুয়াখালীর খেপুপাড়া ও ভারতের সাগর দ্বীপের মাঝে স্থলভাগ ছুঁতে পারে।
এই গভীর নিম্নচাপের প্রভাবে শনিবার সন্ধ্যা থেౠকে চট্টগ্রাম, খুলনা, বরিশালের উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়ছ♑ে অধিদপ্তর।
আবহাওয়া অফিস বলছে, রোববার (২৬ মে) থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে। পাশাপাশি এর প্রভাবে জ🧔লোচ্ছ্বাসও হতে পারে।
এদিকে শনিবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বি꧋শেষ বিজ্ঞপ্তিতে (৬) এ বলা হয়েছে, গভীর নিম্নচাপটি শনিবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃ꧒দ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপ🍰কূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
আঘাত হানতে পারে যেখানে
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, “এখন যেই অবস্থানটা দেখাচ্ছে, তার কেন্দ্রটাই বাংলাদেশের ওপরে দেখাচ্ছে। ডান পাশ ও বাঁ পাশ দুটোই বাংলাদেশের ওপর দিয়ে যেতে পারে। আমাদের হাতে থাকা মডেল অনুযায়ী, এটি ভয়াবহ সাইক্লোনও রূপ নিতে পারে।”
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূল অতিক্রমের সময় জোয়ার থাকলে হতে পারে জলোচ্ছ্বাস।
আজিজুর রহমান বলেন, ‘শনিবার (২৫ মে) রাত থেকেই আমাদের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি শুরু হয়ে য♌েতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, প𒀰টুয়াখালী, চট্টগ্রাম পর্যন্ত। এটি যতই অগ্রগর হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।”