রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তিন দিনে এক হাজার ১৩২টি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ৮৭২ জনকে গ্রেপ্তার ꦇএবং ২০টি মামলা করেছে। পাশাপাশি ৮৮৭টি ক্ষেত্রে শ🌜াস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (৬ মার্চ) এক বꦫিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
এতে বলা হয়, ঢাকা মহানগর এলাকার হোটেল-রেস্তোরাঁ, ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারের দ🤪োকান ও রাসায়নিকের গুদামে অভিযান চালাচ্ছে পুলিশ। এর ধারাব🏅াহিকতায় গত তিন দিনে এক হাজার ৩৪৭টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
এর মধ্যে ১ হাজার ১৩🀅২টি হোটেল-রেস্তোরাঁ, ২০ꦍ৭টি গ্যাস সিলিন্ডারের দোকান এবং আটটি রাসায়নিকের গুদাম।
গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি র﷽োডের গ্রিন কোজি কটেজ নাꦚমের একটি ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। অনুমতি না থাকলেও ১৪টি রেস্তোরাঁ ও খাবারের দোকান খুলে ব্যবসা করা হচ্ছিল ওই ভবনে।
ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের পর ধানমণ্ডি, খিলগাঁও, মিরপুরসহ বিভিন্ন এলাকায় একই রকম অনিরাপদ পরিবেশে ভবনজুড়ে রেস্তোরাঁ গড়ে 💙তোলার বিষয়টি নিয়ে আলোচনায় আসে। এই প্রেক্ষাপটে সমালোচনার মুখে রাজধানীতে অভিযানে নামে রাজউক, সিটি করপোরেশন, পুলিশ ও র্যাব।