রাজধানীর বঙ্গবাজাﷺরে ‘বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতান’ উদ্বোধন করলেন প্রধানমনജ্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৫ মে) সকাল ১০টায় ১০তলা বিশি൩ষ্ট বঙ্গবাজার নগর পাইকারি এ বিপণিবিত🎐ান উদ্বোধন করেন তিনি।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আরও ৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ক🧜রেছেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলো হচ্ছে পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট গেট পর্যন্ত আট লেনের ‘বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মণি সরণি (ইনার সার্কুলার রিং রোড)’, ধানমন্ডি হ্রদে ‘নজরুল সরোবর’ এবং শাহবাগে ‘হ🎃োসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান’ আধুনিকীকরণ।
বিস্তারিত আসছে.....