• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জেড আই খানের নাম প্রত্যাহারের আবেদন বাদীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ০১:২৩ পিএম
জেড আই খানের নাম প্রত্যাহারের আবেদন বাদীর
জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। ছবি : সংগৃহীত

হত্যাচেষ্টার মামলায় সুপ💛্রিম কোর্টের জ্যেষ্ꦦঠ আইনজীবী জেড আই খান পান্নাকে আসামির তালিকা থেকে বাদ দিতে আবেদন করেছেন ওই মামলার বাদী মো. বাকের।

স💎োমবার (২১ অক্টোবর) রাজধানীর খিলগাঁও থানায় এই আবেদন⛄ জমা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ‘ভুলবশত’ আসামির তালিকায় জেড আই খান পান্নার নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে আজ হাইকোর্ট থেকে এ🍰ই মামলায় আগাম জামিন পেয়েছেন জে আই খান পান্না। বিচারপতি এ কে এম আসাদুজ্জꦐামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসাইনের বেঞ্চ এ আদেশ দেন।

জ্যেষ্ঠ আইনজীবী পান্নার জামিন শুনানিতে উপস্থিত ছিলেন সব দল ও মতের আইনজীবীরা।🌱 জামিনের বিরোধিতা করেনি রাষ্ট্রপক্ষ।

জামিনের পর এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, “ছাত্র আন্দোলনের পক্ষে সোচ্চার থেকেও এমন মামলার আসামি𝓡 হওয়ায় কষ্ট দিয়েছে আমাকে। মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাকে কেউ বাকরুদ্ধ করতে পারবে।”

এদিকে পান্না খানের আইনজীবী আহসানুল করিমের মতে, ঢা𒅌লাও মামলায় নিরাপরাধ ব্যক্তিকে আসামি করে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে জুলাই-আগস্টের গণহত্যার প্রকৃত মামল🍸াগুলোকে।

Link copied!