• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঈদের দিনেও হয়েছে পশু বেচাকেনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৯, ২০২৩, ০৯:১৮ পিএম
ঈদের দিনেও হয়েছে পশু বেচাকেনা

ঈদের দিনেও রাজধানীতে হয়েছে কোরবানির পশু বেচাকেনা। বৃহস্পতিবার (২৯ জুন) গাবতলী পশুর হাট ঘুরে দেখা যায় এ চিত্র। যদ🎀িও দিনভর বৃষ্টির কারণে হাটে ক্রেতার সংꦿখ্যা ছিল খুবই কম।

ব্যবসায়ীরা জানান, বিক্রির 🐻উদ্দেশ্যে বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে এলেও এখনো অবিক্রীত রয়ে গেছে অনেক গরু। পরিবার ছেড়ে হাটে বৃষ্টিতে ভিজে কেটেছে তাদের ঈদের দিন। অন্যদিকে ক্রেতারা বলছেন, ঈদের দিনেও কমদামে কোরবানির পশু কিনতে পারছেন না। তারা জানান, আজকেও গরুর দাম অনেক চড়া। ঈদের দিনেও দাম ছꦏাড়ছেন না বেপারীরা। সময় সংবাদ এ খবর জানিয়েছে।

আরব আলী নামে এক ব্যবসায়ী বলেন। ১৩টি গরু নিয়ে কু𒁃ষ্টিয়া থে๊কে ঢাকায় এসেছিলাম বিক্রির জন্য। তবে বিক্রি করতে পেরেছি মাত্র চারটি। এখন বাকি গরু নিয়ে ফিরে যাবো কি না বুঝতে পারছি না।

আরব আলী ছাড়াও ঈদের দিনে অনেক দূর দূরান্ত থেকে আসা পশু ব্যবসায়ীরা হাটে দাঁড়িয়ে আছেন তাদের গরু নিয়ে। সবার চোখে মুখে হতাশার ছাপ। ব্যবসায়ীরা অপেক্ষা করছেন কখন একজন ক্রেতা কিনতে আসবেন তাদের অবিক্রীত পশুগুলো। তাদের কেউবা ক্লান্তিতে মুষড়ে পড়েছেন। আবার কারো কপালে পড়েছে চিন্তার ব♈লিরেখা।

এদিকে চড়া দামের কথা অস্বীকার করে বেপারীরা জানান, লোকসান হলেও গরু বিক্রি করেই বাড়ি ফিরতে চান তারা।
 

Link copied!