• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘মোসাদের সঙ্গে তিন দফা বৈঠক করেছেন নুর’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২২, ২০২৩, ০৮:৩০ পিএম
‘মোসাদের সঙ্গে তিন দফা বৈঠক করেছেন নুর’

গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নুর ইসরায়েলে🍒র গুপ্তচর সংস্থা মোসাদের স‌ঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক করেছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

বৃহস্পতিবার (২২ জু๊ন) ঢাকার ফিলিস্তিন দূতাবাসে সাংবা‌দিকদের এক প্রশꦦ্নের জবাবে তিনি এ কথা জানান।

ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, “নুরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক হয়েছে মোসাদের। আমাদের গোয়েন্দা সংস্থা থে‌কে বৈঠ‌কের ছ‌বি পে‌য়ে‌ছি। কাতার বিশ্বক꧙াপের সময় (২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত) বিষয়‌টি আমাদের নজরে আসে।”

তিনি বলেন, “মোসাদের সঙ্গে তার (নুর☂) বৈঠকের বিষয়ে তি‌নি য‌দি অস্বীকার করে থাকেন, তা ফিলিস্তিনের জন্য ভালো। ত‌বে বিষয়‌টি সত্য হ‌লে এটি বাংলা‌দে‌শের নিরাপত্তার জন্য হুম‌কি।”

তিনি আরও বলেন, “ইসরায়েল থেকে টাকা নেওয়া মানুষ কখনো নেতা হতে পারে না। এ ধরনের নেতা দে‌শের জন্য কল্যাণ বয়ে আনত💖ে পারে না।”

রোহিঙ্গাদের জন্য ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির খাদ্য꧒ সহায়তা অবহিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার ফিলিস্তিন দূতাবা‌স।

এসময় রো‌হিঙ্গা‌দের খাদ্য সংকট রয়েছে জা‌নিয়ে রাষ্ট্রদূত বলেন, “রোহিঙ্গারা এখন খাদ্য সংকটে রয়েছে। ওআইসি চার হাজার রোহিঙ্গাক♓ে খাদ্য সহায়তা দেবে।”

Link copied!