ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, “রাজধানীর গুলশান লেকে ওমাছ নয়, বরং মশার চাষ হচ্ছে।”
শনিবার (১৬ মার্চ) সকালে ডিএনসিসি ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ🥃সব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, “গুল🌊শান লেকের পানি দূষিত। এই পানি থেকে এলাকাবাসী কোনো সুবিধা পাচ্ছেন না। তাই এই লেক পরিষ্কার করা এলাকাবাসীর জন্য ঈদের উপꦦহার।”
ওই এলাকার সাধারণ নাগরিকদের উদ্দেশে আতিকুল▨ ইসলাম বলেন, “আমরা কমিউনি🏅টি অ্যাংগেজ করতে চাই। সরকার না আপনারা এগিয়ে আসুন। তাহলে সমাধান মিলবে।”