• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অবৈধ মজুত করলে কোনো ছাড় দেওয়া হবে না : খাদ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪, ০৪:৪৪ পিএম
অবৈধ মজুত করলে কোনো ছাড় দেওয়া হবে না : খাদ্যমন্ত্রী
ছয় করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি : পিআইডি

প্রত🌄িযোগিতা করে ধা𝓡ন কেনা থেকে বিরত থাকতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। করপোরেট প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে তিনি বলেছেন, “ক্যাপাসিটির বেশি অবৈধ মজুত করলে কোনো ছাড় দেওয়া হবে না।”

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে দেশের ছয় করপ🌞োরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক সভায় তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, “বিভিন্ন ব্রান্ডের নামে বাজারে চাল পাওয়া যাচ্ছে, যেটাতꩵে এমআরপি লেখা থাকে। আমরা চাই পাশাপাশি মিলগেটের দামও লেখা থাকুক। বস্তায় মিল গেটের দাম লেখা থাকলে হঠাৎ করে কিংবা অযৌক্তিকভাবে খুচরা বিক্রেতারা দাম বাড়াতে পারবে না।”

খাদ্যমন্ত্রী বলেন, “মিলারদের সঙ্গে বৈঠক বসেছিলাম তারা বলেছে করপোরেট প্রতিষ্ঠান প্রতিযোগিতা করে ধান কিনছে🌳 মজুতও করছে। করপোরেট প্রতিষ্ঠান মোটা চালের ব্যবসা না ꦺকরলে আমাদের সঙ্গে বসার প্রয়োজন ছিল না। মিলাররা আপনাদের দিকে আঙুল তোলে। মিডিয়াও দোষারোপ করে। আমরা প্রকৃত চিত্র জানতে চাই।”

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, “করপোরেট প্রতিষ্ঠান🐎 ভ্যালু অ্যাড করে 🍒বাজারে পণ্য বিক্রি করে। সে কারণে তারা বেশি দামে বাজার থেকে ধান কেনায় ব্যস্ত হয়ে পড়ে। বাজার থেকে অল্প পরিমাণ ধান কিনলেও তার প্রভাব পড়ে খুব বেশি। তখন অন্যরাও বেশি দামে ধান কিনতে বাধ্য হয়। এটা বাজারের জন্য অশুভ।”

সভায় সিটি গ্রুপ, স্কয়ার, প্রাণ আরএফএল, মেঘনা গ্রুপ, এসিআই ও আকিজ এসেনশিয়ালের প্রতিনিধিরা অ🍰ংশ নেন। এ সময় করপোরেট প্রতিষ্ঠܫানের প্রতিনিধিরা বস্তায় মিল গেটের মূল্য লেখার বিষয়ে সম্মতি জানায়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!