• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কলাপাড়ার ডোবায় জীবিত ডলফিন, হতবাক পরিবেশকর্মীরা


নিনা আফরিন, পটুয়াখালী
প্রকাশিত: জুন ১৩, ২০২৪, ০৮:৪৫ পিএম
কলাপাড়ার ডোবায় জীবিত ডলফিন, হতবাক পরিবেশকর্মীরা
ডোবায় ভেসে এলো ডলফিন। ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের একটি ডোবায় ভেসে এসেছে বোটলনোজ প্রজাতির জীবিত একটি ডলফিন। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে আন্ধারমানিক নদী সংলগ্ন ওই ডোবায় ডলফিনটি চোখে পড়ে। যার দৈর্𒁃ঘ্য ৫ ফুট ও প্রস্থ দেড় ফুট।

ডোবার পানিতে জীবিত ডলফিন ভেসে আসা♏র খবর পেয়ে আশপাশ এলাকা থেকে কৌতুহলী মানুষ ভিড় করেন। খবর পেয়ে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা ঘটনাস্থলে আসেন।

তারা ডলফিনটিকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে বিকেল পাঁচটার দিকে আন্ধারমা🐎নিক নদী সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় অবমুক্ত করেন।

পরিবেশবাদীদের মাধ্যমে সাগরে অবমুক্ত। ছবি: প্রতিনিধি

এনিমেল লাভার অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য আল মনজির জানান, জেলেদের জালে আটকে গিয়ে অনেকটা আহত হয় ডলফিনটি। ধারণা করা হচ্ছে, আহত হওয়ার পর পথভ্রষ্ট হয়ে ড𒅌লফিনটি আন্ধারমানিক নদী হয়ে ডোবায় ঢুকে পড়ে। তিনি জানান, এর আগে কখনও দক্ষিণাঞ্চলে ডলফিন ভেসে আসারꦯ খবর পাওয়া যায়নি।

Link copied!