• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি মাহির, সম্পাদক শুভ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৮, ২০২৪, ০২:২২ পিএম
ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি মাহির, সম্পাদক শুভ

মাহির শ꧙াহরিয়ার রেজাকে সভাপতি ও বাহাউদ্দিন শুভকে সাধারণ সম্পাদক করে ছাত্র ইউনিয়নের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। 

শনিবার (৮ জুন) সকালে সংগঠনের😼 ৪২তম জাতীয় সম্ম🔥েলনের কাউন্সিল অধিবেশন শেষে ঘোষণা করা হয়।

৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে সাংগঠনিক সম্প༺াদকের দায়িত্ব পেয়ে💮ছেন আলিফ মাহমুদ।

কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রত্যয় নাফাক, সালমান রাহাত, হাসান ওয়ালী, মাসুম রানা জয়, রফিকুল ইসলাম, সাইফ রুদাদ, টিকলু কুমার দে, ওয়ারেছ সরকার। 
সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রিজম ফকি𓆉র, জাহিদুল ইসলাম ইমন ও কাওসার আহমেদ র🐽িপন।

কোষাধ্যক্ষ হিসেবে শরিফুল ইসলাম সৌরভ, দপ্তর সম্পাদক হিসেবে মেরাজ খান 𝓰আদর, শি🔯ক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে এনামুল হাসান অনয়  দায়িত্ব পেয়েছেন।

স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম সুজন, বিজ্ঞান প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে শাহ সাকিব𓃲 সোবহান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে জে. এইচ সজল নির্ব🦩াচিত হয়েছেন।

সাংস্কৃতিক সম্পাদক পদে শাওন কুম🎃ার রায়, সমাজকল্য𒅌াণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে সাদিয়া ইমরোজ ইলা, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম সাবিত দায়িত্ব পেয়েছেন।  

সদস্য হিসেবে বিদায়ী সভাপতি দীপক শীল ছাড়াও দায়িত্ব পেয়েছেন মারিয়াম বিনতে হাসান ফারিন, সুদীপ্ত চাকমা, মুক্তাদিল জয় বাবু, তানিম মুনতাসির, নিউটন চাকমা, গোকুল সূত্রধর মানিক, তানভির মোকাম্মেল, নাহিদ হাসান প্রান্তিꦿক, প্রশান্ত কৈরী, রাস🧜েল আহমেদ, পরমা মোস্তফা, সাকিব শাকিল, আরিফুল ইসলাম, নাহিদ হাসান, সিয়াম আহমেদ, জান্নাতুল ফেরদৌস নির্জনা এবং এস এম সুইট।

নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি দীপক শীল। শপথ গ্রহণের পর নব নির্বা🅷চিত কমিটি শহীদ মঈন হোসেন রাজুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে।

এর আগে,  বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজয় বাংলার পাদদেশে ৪২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রখ্যাত শিশু সাহিত্যিক ও🎃 ছাত্র ইউনিয়নের দলীয় সংগীতের রচয়িতা আখতার হুসেন।

পরে কাউন্সিল অধিব💜েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোর♛িয়ামে অনুষ্ঠিত হয়।

Link copied!