দ্বাদশ জাতীয়꧙ সংসদ নির্বাচনকে কেন♈্দ্র করে বেসামরিক প্রশাসনের সহায়তা করতে ছয় জেলায় মোতায়েন করা হয়েছে নৌবাহিনী। ভোটগ্রহণের পূর্বে, ভোটের দিন ও পরের তিন দিন শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে তিন হাজারের বেশি নৌ সদস্য এবং ৬টি যুদ্ধজাহাজ ১৯টি উপজেলায় ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে।
বুধবার (৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য🍸 জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে স🌼হায়তꦿার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীকে উপকূলীয় এলাকার ১১টি আসনে মোতায়েন করা হয়েছে।
সংসদীয় আসনগুলো হলো, ভোলা ১, ২, ৩ ও ৪, কক্সবাজার 🦋২ ও ৪, চট্টগ্রাম-৩, নোয়াখালী-৬, বরগুনা-১ ও ২ এবং🌼 বাগেরহাট-৩।
উপজেলাগুলো হলো, ভোলা জেলা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, তজুমুদ্দিন, লালমোহন, চর ফ্যাশন, মনপুরা, চট্টগ্রাম জেলার সন্দ্💝বীপ, নোয়াখালী জেলার হাতিয়া, কক্সবাজার জেলার কুতুবদিয়া, টেকনাফ, মহেশখালী, বরগুনা জেলার বরগুনা সদর, আমতলী, তালতলী, বামনা, বেতাগী, পাথরঘাটা এবং বাগেরহাট জেলার মোংলা উপজেলা।
নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী নৌবাহিনী উপকূলীয় অঞ্চলসহ দায়িত🐬্বপ্রাপ্ত বিভিন্ন দুর্গম এলাকায় বেসামরিক প্রশাসনকে প্রয়ো💎জনীয় সহায়তার জন্য নিয়োজিত রয়েছে।