মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি ঘিরে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। এজন্য প্রায় এক মাসের বেশি সময় ধরে আড়াইশ শ্রমিকের প্রচেষ্টায় প্রস্তুত করা হয়েছে স্মৃতিসৌধ। সেই ༺সঙ্গে শেষ মুহূর্তে কুচকাওয়াজের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন তিন বাহিনীর সদস্যরা। স্মৃতিসৌধ প্রাঙ্গণ ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
সরেজমিনে দেখা যায়, লাল-সবুজ গাছের পাতা ও ফুলের আভায় তৈরি করা হয়েছে বাংলাদেশের পতাকা। স্মৃতিসৌধে মিনারের চূড়া থেকে পাদদেশ♛ পর্যন্ত ধুয়ে মুছে করা হয়েছে পরিচ্ছন্ন। গণকবর, শহীদ বেদীসহ ইটের রাস্তাগুলো ধোয়া মোছা করে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। এরপরে লাল সাদা রঙ তুলির আঁচড়ে স্মৃতিস✱ৌধ চত্ত্বরে এসেছে নতুনত্বের ছোঁয়া। একই সঙ্গে বৃক্ষরাজি ও সবুজ ঘাস কেঁটে ছেঁটে নান্দনিক করে তোলার কাজ শেষ করেছে জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগ।
গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, “মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা জাতীয় স্মৃতিসৌধে এসে শ্রদ্💯ধা জানাবেন। এরপরে খুলে দেওয়া হবে 𝐆সর্বস্তরের জনগণের জন্য। এ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ প্রস্তুত করা হয়েছে। রঙ তুলি, ধোয়া মোছা, পরিষ্কার-পরিচ্ছন্ন ও আলোক সজ্জ্বার কাজ শেষ করা হয়েছে।”
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দ🐠ুল্লাহিল কাফি জানান, মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রায় সাড়ে তিন হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য কাজ করবেন। এছাড়া পুলিশ কন্ট্রোল রুম, সিসি ক্যামেরা ও ড্রোনদ্বারা পর্যবেক্ষণ করা হবে পুরো স্মৃতিসৌধ এলাকা।