• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


তৃণমূল বিএনপির হাল ধরে যা বললেন নাজমুল হুদার মেয়ে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৬, ২০২৩, ০৪:০৯ পিএম
তৃণমূল বিএনপির হাল ধরে যা বললেন নাজমুল হুদার মেয়ে

আগামী নির্বꦆাচনেꦺ ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা ধরে এগোচ্ছেন তৃণমূল বিএনপি। এমনটিই জানিয়েছেন দলটির সদ্য হাল ধরা প্রয়াত নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা।

শনিবার (৬ মে) ঢাকার গুলশানে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। যেখানে তাকে দলের নতুন নেতা বলে ঘোষণꦬা দেওয়া হয়। ‘শাইনপুকুর’ স্যুটসের সিগনেচার হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নাজমুল হুদার স্ত্রী তৃণমূল বিএনপির উপদেষ্টা সিগমা হুদা উপস্থিত ছিলেন।

সিগমা হুদা জানান, আগামী বছর দলের কাউন্সিল না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান꧑ হিসেবে দায়িত্ব পালন করে যাবেন তার মেয়ে অন্তরা।

সিগমা হুদা বলেন, “ব্যারিস্টার নাজমুল হুদার চিন্তা-চেতনা এবং আদর্শ ধারণ ও বহন করেন এমন ব্যক্তিত্বকে দলীয় নেতৃত্বে আনার লক্ষ্যে শুক্রবার (৫ মে) তৃণমূল বিএনপির সাধারণ সভায় দলের মরহুম চেয়ারম্যানের বড় কন্যা অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদাকে দলের ভারপ্রাপ্ত 𝓀চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। আমরা প্রত্যাশা করছি, তার নেতৃত্বে ব্যারিস্টার নাজমুল হুদার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করে তৃণমূল বিএনপিকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে। বর্তমান কমিটি অ্যাডহক ভিত্তিতে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম কাউন্সিল সভা পর্যন্ত কাজ চালিয়ে যাবে।”

সংবাদ সম্মেলন মায়ের পাশের চেয়ারে বসা ছিলেন অন্তুরা হুদা। পরে তাকে নেতারা করতালিജ দিয়ে ♍অভিনন্দন জানান উপস্থিত দলের নেতারা।

পরে অন্তরা হুদা বক্তব্যে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে দলের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বক্তব্য শুরু ক♔রেন বঙ্গবন্ধু শেখ মুজিবꦓুর রহমান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে।

এসময় সিগমা হুদা বলেন, “আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্য🦩ক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত হয়েছে। সারা দেশে সদস্য সংগ্রহ অভিযান ও পার্টি ফান্ড ও নির্বাচনী ফান্ড সংগ্রহ করা হবে। জা🐽তীয় নির্বাচনকে সমানে রেখে দেশের ৩০০টি আসনে দলের প্রার্থীর তালিকা তৈরি করা হবে।”

এক প্রশ্নের জবাবে অন্তুরা হুদা ꦰবলেন, “যদি পরিবেশ হয়, নির্বাচনে অবশ্যই আমরা যাব।” সেই নির্বাচন কি জোটবদ্ধ হয়ে, না এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবেন- জানতে চাইলে তিনি বলেন, “সেটা পরিস্থিতি বলে দেবে। আমরা সবেমাত্র শুরু করলাম যাত্রা।”

অন্তুরা বলেন, “আমার বাবার স্বপ্ন ও অসমাপ্ত কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য আমি এই দায়িত্ব পালনে সম্মত হই। আজকে আমি দলের সকল সদস্য ও দেশের জনগণকে নিয়ে যেন দেশের জন্য ও দেশের জনগণের জন্য এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি, এ জন্য আ๊মি আপনাদের (গণমাধ্যম) কাছে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সহযোগিতা ও দোয়া চাই।”

এসময় তৃণ🥂মূল বিএনপির মহাসচিব শেখ হাবিবুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আক্🌼কাস আলী খান উপস্থিত ছিলেন।

২০১৫ সালে বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য নাজমুল হুদা তৃণমূল বিএনপি গঠন করেন। গত ফেব্রুয়ারিতে তিনি মারা যাওয়ার কয়েকদিন আগে দলটি ইসির নিবন্ধন পায়। গত ১৯ ফেব্রুয়ারি নাজমুল হুদা মারা যাওয়ার পর তৃণমূল বিএনপির চেয়ারম্যান পদটি ফাঁকা ছিল। ৭৬ 𒐪দিন পর নতুন নেতার নাম ঘোষণা করা হয়েছে।

Link copied!