সোমবারের ডাকা দেশব্যাপী꧋ সর্বাত্মক হরতাল ♊এক দিন পিছিয়ে মঙ্গলবার পালন করবে বিএনপি।
রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিဣনিয়র যু✱গ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা করেন।
কুয়েতের ღআমির শেখ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহর মৃত্যুর কারণে সরকার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ ঘোষণার সম্মানার্থে সোমবারের হরতাল এক দিন পিছিয়ে মঙ্গলবার পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
এর আগে আগামী ১৮ ডিসেম্বর স✃কাল-সন্ধ♉্যা হরতালের ডাক দেয় বিএনপি। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিসহ, বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ পণ্ড হ🦩ওয়ার প্রতিবাদে ২৯ অক্টোবর দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
এরপর থেকেই সর🌳কারের পদত্যাগ, নির🧜্দলীয় সরকারের অধীন নির্বাচন ও দলের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে নিয়মিত বিরতিতে অবরোধ ও হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি।