অন্তর্বর্তী সরকারের☂ প্রধান উপꦇদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। সাক্ষাৎকালে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
বুধবার (৯♍ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানඣ উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মান্টিটস্কি রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত হিসেবে বাংল꧋াদেশে দায়িত্ব পালনকালে নানা ঘটনার কথা স্মরণ করেন। তিন বছরেরও বেশি সময় ধরে দায়িত্বে ছিলেন তিনি।
রাষ্ট🌟্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি প্রধান উপদেষ্টাকে জানান🌺। রুশ বিশেষজ্ঞরা প্রকল্পটি বাস্তবায়ন করছেন বলেও জানান।
রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রমের বাং🐼লাদেশে অনুসন্ধান কার্যক্রম, রাশিয়ার গম ও সার রপ্তানি এবং রূপꦏপুর বিদ্যুৎকেন্দ্রের ঋণ পরিশোধ নিয়েও আলোচনা হয়।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাশিয়ার সহযোগিতা এবং বাংলাদেশে গম ও সার সরবরাহ করায় দেশটির ভূমিকার𒊎 প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, অন্তর্বর্তী সরকার রূপপুর প্রকল্পে অর্থ দেওয়ার সমস্যা সম🉐াধান করবে। তিনি বাংলাদেশে রাশিয়ার আরও বিনিয়োগকে স্বাগত জানান।
এসময় এসডিজিবিষয়ক প্রধান লামিয়া মোর্শেদ এব💞ং 👍পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস