• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নেতা, উপনেতা ও চিফ হুইপ ঠিক করল জাপা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪, ০৬:৫০ পিএম
নেতা, উপনেতা ও চিফ হুইপ ঠিক করল জাপা
প্রতীকী ছবি

সংসদীয় দ𓃲লের নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করেছে জাতীয় পার্টি (জাপা)। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কার্যালয🏅়ে জাপার সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, জাপার স꧒ংসদীয় দলের নেতা জি এম কাদে🍌র, উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে চিফ হুইপ নির্বাচিত করা হয়েছে।

সভা শেষে এ তথ্য জানান মুজিবুল হক চুন্নু।

মুজিবুল হক চুন্নু বলেন, “দশম ও একাদশ সংসদের মতো দ্বাদশ সংসদেও বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে জাতীয় পার্টি। একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম🌺 কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা♓য় আজ এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকারকে জানানো হবে।”

মুজিবুল হক চুন্নু আরও বলেন, “জাতীয় পার্টি বিরোধী দলে🍒র আসনে বসছে, এটা নিশ্চিত। কার্যপ্রণালি বিধি অনুযায়ী অন্য কারও সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ নেই।”

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পারꦍ্টি মাত্র ১১টি আসনে জয়লাভ করে। অপরদিকে ৬২ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ফলে নতুন সংসদে বিরোধী দলের ভূমিকায় কে থাকবে, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্𓆉টি হয়েছে।

Link copied!