রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পাঁচ মাস চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন খাꦛলেদা জিয়🌼া।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এভারকেয়ার হাসপাতাল থেকে গাড়িবহ💙র করে তাকেꦗ বাসায় নেওয়া হচ্ছে।
এর আগে গত বছরের ৯ আগস্ট অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে𝕴 তিনি এ হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।
হার্টে♕র সমস্যা ও লিভারসিরোসিস ছাড়াও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।