সজীব ওয🙈়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২১ জানুয়ারি) তাকে নিয়োগ দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর ক💮ার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া ꦛসিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রী শ🏅েখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ পান সজীব আহমেদ ওয়াজেদ জয়। সেই নিয়োগও ছিল অবৈতনিক। তবে খণ্ডকালীন।
সেবারের নিয়োগ হয়েছিল প্রধানমন্💯ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(বি) (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে। এর আগের সরকারেও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন জয়।