কোটা সংস্কারে🌃 অবিলম্বে একটি ক🥂মিশন গঠনের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শনিবার (১৩ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাসদ চত্বরে অনুষ্ঠিত এক প্রতিবাদ বিক্ষোভে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এ দাবি জানান।
শিরীন আখতার বলেন, “কোটার বিষয়ে হাইকোর্টের সর্বশেষ রায়ের পর আর সিদ্ধান্তহীনতা, গড়িমসি, কালক্ষেপণ না করে কোট🌊া পদ্ধতি সংস্কার করে যৌক্তিকীকরণে💃র জন্য অবিলম্বে কমিশন গঠন করতে হবে।”
কোটা সংস্কারের দাবিতে আন্𓃲দোলনকারী ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষ, বাসাবাড়ি, হল-হোস্টেলে ফিরে গিয়ে কমিশনের রিপোর্ট প্রকাশ পর্যন্ত ধৈর্য ধারনের আহ্বান জানিয়ে জাসদের সাধারণ সম্পাদক বলেন, “যেসব রাজনৈতিক অপশক্তি, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মধ্যে তাদের ক্ষুদ্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য পাগল হয়ে উঠেছে, তাদের বিষয়ে ছাত্র-ছাত্রীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।”
শিরীন আখতার♓ আরও বলেন, “বিদ্যুতের ভুতুড়ে বিল শুধু বিদুৎ বিভাগই নয়, পুরো সরকার-প্রশাসনের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে।”
জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ বিক🅷্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সফি উদ্দিন মোল্লা।
দুর্নীতি ও লুটপাটের রাঘব বোয়ালদের গ্রেপ্তার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বিদ্যুতের ভুতুড়ে বিল বন্ধের দাবিতে সমাবেౠশ ও বিক্ষোভ মিছিল করে জাসদ। সমাবেশ শেষে জাসদের নেতাকর্মীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান, পল্টন, তোপখানা এলাকার সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করেন।