দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্যরা বুধবার (১০ জানুয়ারি) শপথ নিচ্ছেন না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজি💙বুল হক চুন্নু।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে সাংবাꦫদিকদের♛ তিনি এ তথ্য জানান।
মুজিবুল হক চুন্নু বলেন, “বুধবার আমরা শপথ নিচ্ছি না। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় আমরা বৈঠকে বসব। বৈঠকের পর জানানো হবে কী করবꦜ।”
জাপার নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, “বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদে একাদশ 🎃জাতীয় সংসদের উপনেতা জি এম কাদেরের অফিসে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আলাপ-আলোচনা করে শপথের বিষয়টি ঠিক করা হবে।”
এদিকে বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদসꦓ্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করাবেন।