• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঢাকায় রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০৪:১২ পিএম
ঢাকায় রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার
রিকশা চালাচ্ছেন পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। ছবি : সংগৃহীত

ঢাকায় রিকশা চালিয়ে๊ছেন পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ♔ আহমেদ মারুফ। যাত্রী ছিলেন তার স্ত্রী।

শুক্রবার (১৫ নভেম্বর) সামাজিকমাধ্যমে এমন এক ভিড෴িও পোস্ট করেছেন মারুফ। মুহূর্তেই সেই ভিডিওটি নেটিজেনদের দৃষ্টি𝓡 কেড়েছে।

ঢাকার রিকশা যে কোনো বিদেশি পর্যটকের কাছে আকর্ষণীয় বিষয়। গ🌟ত বছরের শ൲েষ দিকে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যে জায়গা করে নেয় ঢাকার রিকশা ও রিকশাচিত্র।

মূলত ঢাকার শহরের দৃশ্যপটকে চিহ্নিত করতে হোটেল লে মেജরেডিয়ানের লবিতে রাখা রিকশা দেখে তর সইতে পারেননি পাকিস্তান হাইকমিশনার। শেষ পর্যন্ত চালিয়ে দেখেছেনও। শুধু তাই নয়, রিকশাচালকদের প্রতি✅ এই কঠিন কাজের জন্য শ্রদ্ধাও জানিয়েছেন মারুফ।

পোস্ট করা ভিডিওর ক্যাপশনে পাকিস্তানি হাইকমিশনার লিখেছেন, “বলো কোথায় যাবে, বেগম? লে মেরেডিয়ানের ১৪তম তলায় রিকশা টানলাম। জীবিকা অর্জনের জন্য প্রায় সমস্ত আবহাওয়ায় সারাদিন ধরে টানাটানি করা সত্যিই খুব কঠিন। ꦉরিকশাচালকদের প্রতি গভীর শ্রদ্ধা। স্যালুট।”

পাকিস্তান হাইকমিশনারের এই রিকশা চালান⛎ো মূলত প্রতীকী। এর মাধ্যমে এখ♏ানকার সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নিজেকে পরিচিত করে আরও ঘনিষ্ঠ হওয়ার প্রচেষ্টা।

Link copied!