ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, “আমার পূর্ণ আস্থা আছে, বাংলাদেꦓশ ভবিষ্যতে ভালো করবে। বাংলাদেশ-চীন সম্পর্ক আ𒁃রও উন্নত হবে।”
রোববার (৮ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে গ💫ণচীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-চীন সিল্ক রোড ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাংলা🤪দেশের ভবিষ্যৎ কেবল এ দেশের জনগণই নির্ধারণ করবে জানিয়ে ইয়াও ওয়েন বলেন, “চীন চায় সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়গুলো বাংলাদেশই দেখুক। যাতে করে বাংলাদেশ স্থিতিশীলতা রক্ষা এবং উন্নয়ন করতে পারে। আমরা দুই দেশের নিরাপত্তা ও উন্নয়নে কাজ করছি।”
ইয়াও ওয়েন আরও বলেন, “বাংলাদেশ-চায়না সম্পর্ক আরও গভীর হবে। এই দুই দেশের সাংꦯস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবಞে।”
অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক দল ও মানুষের সমর্থনে সন্তোষ প্রকাশ করেন ইয়াও ওয়েন।