স্বৈরাচারের পতন হয়েছে, তবে তাদের প্🍨রেতাত্মারা এখনো বিরাজমান বলে মন্তব্য করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, “এখনো নানাভাবে হয়রানি অব্🅘যাহত আছে, এটা দ্রুত বন্ধ হতে হবে।”
রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর এনজিও বিষয়ক ব্যুরোয় আয়ো🍒ꦍজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বদিউল আলম মজুমদার বলেন, “আমিও একসময় তথ্য চেয়ে হয়রানির শিকার হয়েছি। অর্থপাচারের বিষয়ে বাংলাদেশ ব্যা💦ংকে তথ্য চেয়েছিলাম, তথ্য কমিশন আমাদের তথ্য দেয়নি। পরে আদালতে গিয়েছি। গত নির্বাচনের আগে নির্বাচন কমিশন কীভাবে নিয়োগ হয়েছি⛄ল, কোন দল কোন কমিশনারের নাম প্রস্তাব করেছিল—সে তথ্য পাইনি। তথ্য কমিশন বলেছিল, এটা সেনসিটিভ তথ্য, তাই দেওয়া যাবে না।”
তথ্য অধিকার অবাধ করার বিষয়ে বদিউল আলম বলেন, “রাষ্ট্রের মূল মালিক নাগরিক। সেনসিটিভ তথ্যও নাগরিকদের দিতে হবে। নাগরিকদের সক্রিয় হয়ে সেনস♔িটিভ তথ্য চাইতে হবে। রাজনৈতিক দলেরও তথ্য চাইলে আমরা যেন পেতে পারি, এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।𓂃 রাজনৈতিক দল গণতান্ত্রিক না হলে অবাধ তথ্য অধিকার প্রতিষ্ঠা পাবে না।”