বাংল🍸াদেশি হাজিদের জন্য পবিত্র হজের ভিসা আবেদনের সময় বাড়িয়েছে সৌদি আরব। এ বছর হজে যে🎐তে আগামী ৭ মে পর্যন্ত ভিসার আবেদন করতে পারবেন চূড়ান্ত নিবন্ধনকারীরা।
তথ্যটি নিশ্চিত করেছেন হজ এজেন্সꦯি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম।
শাহাদাত হোসেন তসলিম বলেন, “ধর্মমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশি হাজিদের জন্য সময় বাড়িয়েছে। হজের ভিসা আবেদনের সময়সীমা ছিল ২৯ এপ্রিল। সেখান থে🍃কে বাড়িয়ে আগামী ৭ মে করা হয়েছে “
নি𓃲র্ধারিত সময়ের মধ্যে ভিসা আবেদন করার জন্য অনুর🅘োধ জানান শাহাদাত হোসেন তসলিম।
এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. মঞ্জুরুল হক গণমাধ্যমকে বলেন, “হজের ভিসা আবেদনের সময় আরও বাꩵড়ানোর জন্য আমরা আবেদন করেছিলাম। সময় বেড়েছে। কিন্তু আমরা এখনো আনুষ্ঠানিক চিঠি পাইনি।”
এদিকে আগামী ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। ৮ মে এ বছরের হজে আনুষ্ঠানিকতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।