পক্ষপাতিত্ব করার দায়িত্ব ন꧋ির্বাচন কমিশন (ইসি) নেয়নি বলে মন্তব্য ক🐼রেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (৪ অক্টোবর) নির্বাচন ভবনে ‘অবাধ 💫ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ඣষক এক বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দায়িত্বের বিষয় তুলে ধরে কাজী হাবিবুল আউয়াল বলেন, “নির্বাচনে শক্তি প্রয়োগ করার বিষয়টি চিরকালই হয়ে আসছে। ভোটারদের ভোটাধিকার বিষয়টি আমাদের প্রধান উদ্দেশ্য। ক✃ী কী অনিয়ম হতে পারে, সে বিষয়ে আমরা জানতে চাই। সেটা জানত♒ে পারলে হয়তো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব।”
কাজী হাব🦂িবুল আউয়াল আরও বলেন, “নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা মিডিয়ার বক্তব্যও শুনে থাকি।”
বৈঠকে সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহ নেওয়াজ বলেন, “এজেন্টদের সাহসী ভূমিকা পালন করতে হবে। নির্বাচনী কর্মকর্তারা সাহসী ভূমিকা পালন করলে এজেন্টরাও পারবে।🌠 তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, 💯নির্বাচন অনেকটা এগিয়ে যাবে।”
শাহ নেওয়াজ আরও বলেন, “ভোটকেন্দ্রের প্রতিটি বুথে যদি সঠিকভাবে পোলিং এজেন্ট কাজ করে তাহলে নির্বাচন নিয়ে প্রশ্ন থাকে𝔉 না। পাশাপাশি নির্বাচনের কাজ𒀰ে যারা যুক্ত থাকেন সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের শক্তভাবে দায়িত্ব পালন করতে হবে। তাহলে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব।”