ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় শুরু থেকে এখন পর্যন্ত এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে 🎉জাতীয় ভোক্তা♋ অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১০ ফেব্রুয়ারি𝓰) সংবাদ প্রকাশকে নিশ্চিত এ তথ্য জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরীক🎃্ষক ও গবেষণা বিভাগের রিয়াদুল ইসলাম।
রিয়াদুল ইসলাম বলেন, “বাজার তꦺদারকিতে ২৮ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। যার অধিকাংশই খাবার সংক্রান্ত। এছাড়াও ভোক্তার পক্ষ থেকে ৫টি অভিযোগ ক✤রেছে।”
রিয়াদুল ইসলাম আরও বলেন, “অভিয🎉োগের ভিত্তিতে বলা যায়, জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হয়তোবা সংশোধন হয়েছে। তাছাড়া আমাদের কাছে অভিযোগ আসতো। কারণ আগে আমরা 🅠দেখেছি অনেক অভিযোগ করতেন ভোক্তারা, সে তুলনায় এবার অভিযোগ কম।”