রাজধানীর সায়েদাবাদে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আইডিয়াল স্কুলের পাশে, যাত্রাবাড়ী সায়দাবাদ ফ্লাইꦏওভারের নিচে রাইদা পরিবহনের একটি বা✱সে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩ও৫ মিনিটে পরিবহনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।🦄 পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ড♏িউটি অফিসার রাফি আল ফারু🌼ক।
রাফি আল ফারুক বলেন, “আমরা সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে খবর পেয়েছি সায়েদাবাদে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থ♎লে পৌঁছে আগুন নির্বাপণ করে।”
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি൩) মফিজুল আলম জানান, এꦰ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।