• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চার যোগ্যতায় মিলবে নৌকার টিকিট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ০২:১৮ পিএম
চার যোগ্যতায় মিলবে নৌকার টিকিট
প্রতীকী ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চার যোগ্যতায় মিলবে নৌকার টিকিটি। এবার 🔜যাদের এই চারটি যোগ্যতা থাকবে না, তাদের কপাল পুড়বে।

এ বিষয়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান জানান, সবার আগে দেখা হবে নিজ আসনে প্রার্থীর জনপ্রিয়তা কেমন। বিবেচনায় রাখা হবে আওয়ামী লীগের সঙ্গে তার সম্পৃক্ততা। দেশের সংকটে বিশেষ করে করোনাকালে তাদের ভূমিকা কী ছিল। এসবও যুক্ত হবে আমলনামায়। আর সবশেষ দেখা হবে ব্যক্তি ইমেজ। বাছাই প্রক্রিয়ায় এ চারটি বিষয় মাথায় রাখব꧙ে বোর্ড।

ফারুক খান বলেন, “এবার সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও সাবেক আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার ব্যক্তিরা চেয়েছেন নৌকার মাঝি হতে। তারাও থাকবেন বিবেচনায়। তবে তুলনামূলক💞 তরুণ আর নারী প্রার্থীরা এগিয়ে থাকবেন বিবেচনায়।”

ফারুক খান আরও বলেন, “যারܫা প্রার্থী হওয়া দৌড়ে আছেন, সবাই প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে প্রস্তুত আছেন। তাই ২৮ তারিখের মধ্যে প্রার্থিতা চূড়ান্ত হলেও শেষ দুদিনে তাদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে বেগ পেতে হবে না।”

দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে বলা হচ্ছে,ಌ প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই এ শর্তগুলো বিবেচনায় রাখা হবে। আর বিশেষ বিবেচনায় থাকবে তরুণ আর নারীরা। আগামী ২৮ নভেম্বরের মধ্যে ঘোষণা করা হবে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীর তাল♈িকা।

দলীয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচ🍬নে তিন হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্র🐷ামে ৬৫৯টি, রাজশাহীতে ৪০৯টি, খুলনায় ৪১৬টি, রংপুরে ৩০২টি, ময়মনসিংহে ২৯৫টি, সিলেটে ১৭২টি, আর বরিশালে ২৫৮টি ফরম বিক্রি হয়েছে। অনলাইনে বিক্রি হয়েছে ১২১টি মনোনয়ন ফরম। গড় হিসেবে প্রতিটি আসনে ১১টি।

Link copied!