বিদেশিদের কথাতে তফসিল প্রত্যাখ্যান করে বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ꧋ করছে বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, “বিদেশিদের পছন্দমতো তাঁবেদার সরকার গঠন করতে চায় জামায়াত-বিএনপি। তাই তারা তফসিল প্রত্যাখ্যান করে হরতাল-অবরোধ করছে।”
শনিবার (১৮ নভেম্বর) বিকেলে গুলিস্তানে জ♐াসদের কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি 🐠ও জমাদান কর্মসূচি উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, “বিএনপি নির্বাচনে না এসে সন্ত্রাসী কারꩵ্যক্রম চালালে রাজনৈতিক মা🧔ঠ থেকে দেউলিয়া হয়ে যাবে।”
হাসানুল হক ইনু আরও বলেন, “জাসদ ১৪ দলীয় জোটে থেকে 𒉰নির্বাচনে অংশ🍃গ্রহণ করবে এবং জোটের প্রতীক নিয়ে নির্বাচনের প্রস্তুতি নেবে।”
এসময় দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান দলটির সভাপতি।