• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ডা. সংযুক্তা সাহার বিষয়ে ব্যবস্থা নিতে চায় বিএমডিসি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৩, ২০২৩, ০২:৫০ পিএম
ডা. সংযুক্তা সাহার বিষয়ে ব্যবস্থা নিতে চায় বিএমডিসি

ভুল চিকিৎসায় প্রসূতি মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃতꦜ্যুর ঘটনা ও ডা. সংযুক্তা সাহা ইস্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নির্বাহী কমিটির হস্তক্ষেপ চেয়েছে সংস্থা✨টির শৃঙ্খলা কমিটি।

শুক্রবার (২৩ জুন) সকাল💧ে শৃঙ্খলা 🔯কমিটির মিটিংয়ের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিটির চেয়ারম্যান ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

ইহতেশামুল হক চৌধুরী বলেন, “গত কয়েকদিন ধরে ইলেকট্রনিক ও প্রিনౠ্ট মিডিয়াতে আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় ডা. সংযুক্🎐তা সাহাকে নিয়ে যে আলোচনা-সমালোচনা হচ্ছে, সে দিকে লক্ষ্য রেখে শৃঙ্খলা কমিটি নিজ উদ্যোগে এই সভা ডেকেছে।”

মিটিংয়ের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, “কোনো অভিযোগ আমাদের 𒆙কাছে সরাসরি না এলে শৃঙ্খলা কমিটি কোনো ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রাখে না। তবে আমরা কোনো নির্দিষ্ট বিষয়ে নির্বাহী কমিটির দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং আমরা তাই করেছি। নির্বাহী কমিটি যদি এই বিষয়ে কিছু করণীয় ম♐নে করে, তা তারা করবে।”

এক প্রশ্নের জবাবে ইহতেশামুল হক বলেন, “রোগী কার অধীনে অপারেশন করবেন এটা একান্তই তার সিদ্ধান্ত। তিনি যে চিকিৎসকের অধীনে ভর্তি হয়েছেন সেই চিকিৎসককেই অপাꦯরেশন করতে হবে। ওই হাসপাতাল বা ক্লিনিকে যদি ওই চিকিৎসক অনুপস্থিত থাকেন সেক্ষেত্রেও রোগী সিদ্ধান্ত নেবেন অন্য কোনো চি🐓কিৎসকের অধীনে অপারেশন করবেন কি না।”

এছাড়া ফেসবুকসহ সোশ্যাল মিডিয়াতে প্রচারণার রোগীদের নিয়ে উদ্দেশ্যে লাইভ বা ক꧃ন্টেন্ট তৈরি করাও নিয়ম বহির্ভূত ও চিকিৎসা নীতিবিরোধ𒅌ী বলে জানান তিনি।

এর আগে গত ৯ জুন কুমিল্লার তিতাস উপজেলা থেকে অন্তঃসত্ত্বা আঁখিকে (২৫) রাজধানীর স✃েন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হলেও তিনি তখন দেশের বাইরে। অভিযোগ রয়েছে, এ বিষয়ে রোগী বা স্বজনদের জানানো হয়নি। অন্য চিকিৎসকরা তার স্বাভাবিক প্রসব করাতে ব্যর্থ হন। পরে অ♉স্ত্রোপচার করা হয়।

গত ১১ জুন নবজাতকের মৃত্যু হয়। এর সাত দিনের মাথায় গত 🌠১৮ জুন রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান মা মাহ🦂বুবা রহমান আঁখিও।

Link copied!