বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখকে বাঙালির সর্বজনীন উৎসবও বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
শুক্রবার (১৪ এপ্র✨িল) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, “পৃথিবীর সব ভাষাভিত্তিক জাতির নিজস্ব সর্বজনীন উৎসব-পার্বণ রয়েছে। চীনাদের ‘চীনা নববর্ষ’, ইরান থেকে মধ্য এশিয়া পর্য🃏ন্ত ‘নওরোজ’, ইংরেজি ভꦡাষাভাষীদের ‘ইংরেজি নববর্ষ’, ঠিক তেমনই পয়লা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব।”
সবার মঙ্গল কামনা করে তিনি আরও 🌌লেখেন, “নতুন বাংলা বছর বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি, দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে শুভ নববর্ষ, ১৪৩০।”