ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ নামের একটি বাংলাদেশি জাহাজকে দখলꦕে নিয়েছে সোমালিয়ান জলদস্যুরা। জাহাজটিতে ২৩ জনܫ বাংলাদেশি নাবিক ছিলেন। জিম্মি অবস্থায় থাকলেও বাংলাদেশি নাবিকরা সুস্থ আছেন।
তথ্যটি নিশ্চিত করেছেন কেএসআরএমের💟 ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান।
শাহরিয়ার জাহান জানান, মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১টার দ🐼িকে তারা বিষয়টি জানতে পেরেছেন। জাহাজের বাংলাদেশি ক্রুরা সবাই ভাল♋ো আছেন।
কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল ক💎রিম গণমাধ্যমকে জানান, জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংܫযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে।
ঘটনাটি জানার পর তারা জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বলেও জানান 𓆏মেহেরুল করিম।
এর আগে ২০১০ সালেও বাংলাদেশি জ𒁃াহাজ এমভি জাহান মনি সোমা🌼লিয়ান জলদস্যুদের কবলে পড়ে। দীর্ঘ ৩ মাস পর ২৬ নাবিকসহ জাহাজটি মুক্ত হয়।