রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে এ ♛ঘটনা ঘটে।
༒তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের🐷 ডিউটি অফিসার এরশাদ হোসাইন।
এরশাদ হোসাইন বলেন, “মতিঝিল মধুমিতা সিনেমা হলের গলির মুখে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়🍒ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যাওয়ার আগেই আগুন নিভে যায়।”
এ ঘটনায় কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার𝄹 সার্ভিস।
এর আগে দুপুরে রাজধানীর মিরপুর-১০ গোল꧂চত্বরে বিআরটিসির দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।&nbs🐽p;