রাজ♐ধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
রোববার (৩ মার্চ▨) দেশটির এক বার্তায় এই শোকಌ জানানো হয়।
শোক বার্তায় বলা হয়, বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের পরি💃বার এবং আহতদের প্রতি জানাই গভীর সমবেদনা। হৃদয়বিদারক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাইকে আমরা স্মরণ করছি♕।
এর আগে গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগে। এতে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুত♑র দগ্ধ হয়েছেন অন্তত ২২🔥 জন।