ঢাকার বা🔯য়ু সহনীয় পর্যায়ে রয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে বিশ্বের অন্তত ১১টি শহরের বায়ুর মান ঢাকার চেয়ে খারাপ অবস্থায় রয়েছে। এর মধ্যে সবচেয়ে দূষিত অবস্থায় রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। এই তালিকায়🌟 থাকা শহরগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের সল্ট লেক।
আইকিউ এয়ারের ওয়েবসাইটে দেওয়া বিশ্বের বড় শহরগুলোর লাইভ বায়ুর মানের তালিকায় দেখা গেছে, ৯৬ স্কোর নিয়ে ঢাকা💙 রয়েছে ১২তম স্থানে। তালিকার প্রথম স্থানে থাকা বাগদাদের স্কোর ২১৭। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সল্ট লেকের স্ক🍷োর ১২।
তালিকার দ্বিতীয় স্থানে ১৫৩ স্কোর নিয়ে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। আইকিউ এয়ারের ওই তালিকায় এরপরের শহরগুলো হলো ইন্দোনেশিয়ার জাকার্তা, মালয়েশিয়ার কুয়ালালামপুর, কাতারের দোহা, ভিয়েতনামের হ্যানয়, পাকিস্তান⛄ের꧒ লাহোর, আরব আমিরাতের দুবাই, চীনের হ্যাংজু এবং সৌদি আরবের রিয়াদ।
আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি 🃏শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক𓂃’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই রয়েছে বেইজিং।
এরপরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।