রাজধানীর ডেমরায় মিজান খাঁ (৩০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের চোখে-মুখে আচঁড়ের চিহ্ন রয়েছে এ꧋বং পড়নে ছিল কালো রঙের টিশার্ট ও ধূসর রঙের পেন্ট।
সোমবার (১৩ মার্চ) সকালে আমুলিয়ার শূন্য টেংরা চৌ-রাস্তা এলাকা থেকে মরদেহটি উদ্🌃ধার করা হয়।
নিহত মিজ𓆉ান খাঁ বরিশা🧸ল জেলার কাউনিয়া থানার চর কমিশন গ্রামের আলিম খার ছেলে।
এদিকে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর স্যার🎉 সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছে📖 পুলিশ।
বিষয়টি নিশ্༺চিত করে ডেমরা থানার ꦡওসি মো. শফিকুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, দুই লোক চালককে ভাড়ায় নিয়ে এসে আমুলিয়া মডেল টাউনের ভেতরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। আশেপাশের সিসি ফুটেজ দেখে দুই লোক এ ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের লোকজন এসেছে। তাদের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হবে।”