• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বুধবার বাংলাদেশের যেসব অঞ্চলে ঈদ উদযাপিত হবে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪, ০৩:০১ পিএম
বুধবার বাংলাদেশের যেসব অঞ্চলে ঈদ উদযাপিত হবে
ঈদের নামাজ। ফাইল ফটো

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফ🧸িতর উদযাপিত হবে। ঈদ উপলক্ষে ইতোমধ্যে ওইসব গ্রামের মুসল্লিরা নান🐻া প্রস্তুতি সম্পন্ন করেছেন।

চট্টগ্রাম : চট্টগ্রাম ও আশপাশের জেলার শতাধিক গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল✨ ফিতর উদযাপন করবে। সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা হানাফি মাজহাবের নিয়ম অনুসারে ঈদের নামাজ আদায় করবেন।

ভোলা : চট্রগামের ♔মতো ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় ১০ হাজা🌃র মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন বুধবার।

ফতুল্লা : সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করবেন নারায়ণগঞ্জ সদর উপꦓজেলার ফতুল্লার বেশকিছু অঞ্চলের লোকজন।

সরিষাবাড়ী : চট্টগ্রাম, ভোলা, ফতু💙ল্লার মতো জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ পড়বেন।

বরগুনা : সৌদি আরবেরౠ সঙ্গে মিল রেখে বরগুন🧸ার ১১ গ্রামে ঈদ উদযাপিত হবে।

শরীয়তপুর : সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের চার উপজেলার ৩০টি গ্রামের অন্তত ১০ হা♐জার মানুষ (সুরেশ্বর পীরের অনুসা൩রী) বুধবার ঈদুল ফিতর উদযাপন করবেন।

মোংলা : পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন বাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসি🍌ন্দারা।

পিরোজপুর : পিরো♐জপুরে ১০ গ্রাম𓂃ের হাজারের বেশি পরিবার ঈদ উদযাপন করবেন বুধবার।  ;

ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা﷽র ꧑১৩টি গ্রামের বাসিন্দা ঈদুল ফিতর উদযাপন করবেন বুধবার।  

দিনাজপুর : সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বেশ কয়েকটি উপজেলার কয়েকটি গ্রামে বুধবার🍌 ঈদ উদযাপন করা হবে।

সুনামগঞ্জ : সুনামগঞ্জের ৬টি গ্রামের𒉰 শতাধিক মানুষ ঈদুল ফিতরꦯের নামাজ আদায় করবেন বুধবার।  

ঝিনাইদহ : সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহ সদর, শৈলকুপা ও হরিনাকুন্𓂃ডু💧তে বুধবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

লক্ষ্মীপুর : একইভাবে লক্ষ্মীপুরের ৫ 𒉰এলাকায় বুধবার ঈদুল ফিতর💜 উদযাপন হবে।  

চাঁদপুর : মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্র♕ামে ঈদ উদয💖াপিত হবে বুধবার।

Link copied!