• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘ভারত বিরোধিতা বিএনপির পুরানো অপকৌশল’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ০৩:০৩ পিএম
‘ভারত বিরোধিতা বিএনপির পুরানো অপকৌশল’

আꦺওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “ধর্ম নিয়ে রাজনীতি এবং নিꦚর্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরানো অপকৌশল।”

শনিবার (১৫ অক্টোবর) 🦂তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের⭕ একথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি হচ্ছে গুজব সর্বস্ব রাজনৈতিক দল, গোয়েবলসীয় (হিটলারের প্রচারমন্ত🍸্রী) কায়দায় মিথ্যাচারই তাদ♏ের একমাত্র হাতিয়ার।”

বিএনপির এসব কৌশল এখন ভোঁতা হাতিয়ারে পরিণত হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, “বিএনপিই এখন ধর্মের কার্ড ব্যবহার করে, আওয়ামী লীগ ন𝓰য়।”

বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হীন ✃মতলবে একটা বিদেশী রাষ্ট্রকে উসকানি দেওয়ার অপচেষ্টার শামিল বলে মনে করেন ওবায়দুল কাদের।

বিএনপির রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার রাজনীতি, তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল মন্তব্য করে কাদের বলেন, “এখন আবা𒁃র তারা সে পথেই হাঁটতে চায়। বিএ🔯নপি রাতদিন সরকারের অন্ধ সমালোচনা করছে, সভা-সমাবেশ করছে- আবার বলছে কথা বলার অধিকার নাই, তাদের অসত্য নিরেট মিথ্যাকেও হার মানায়, মিথ্যাচারকে বিএনপি এখন শিল্পে রূপ দিয়েছে।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি দেশকে গণতন্ত্রহীন করতে চায়, ꩵচায় সন্ত্রাস নৈরাজ্যের জনপদে পরিণত করতে, চায় সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প ছড়িয়ে দিতে।”

Link copied!