কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘এক দফা’ দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধꦦী ছাত্র আন্দোলন। এই এক দফা দাবি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিন🥂া এবং তার মন্ত্রিসভার পদত্যাগ।
শনিবার🌸 (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘোষণা 🎉দেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যꦬাগ করতে হবে।”
এসময় রোববার (৪ আগস্ট) থেকে সারা দে♐শে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা 🉐দেন এই সমন্বয়কারী।