মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক𒀰 দুই জঙ্গি আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুস্কꦇারের ঘোষণা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
রোববার (২০ নভেম্꧒বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্য🦩ান্ড পিআর) মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মনজুর রহমান বলেন, পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিতে পারলে ১০ লাখ করে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়𒆙া হয়েছে।
এর আগে রোববার দুপুর ১২♍টার দিকে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফীন দীপন হত্যা মামলায় আদালতে আনার পর পুলিশের চোখমুখে গ্যাস স্প্রে করে পালিয়ে যান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্য।
ডিবির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, আদালত থেকে ন༺িয়ে যাওয়ার সময় ভবনের গেটের সামনে থেকে দুই পুলিশ সদস্যের চোখে স্প্রে করে আসামিরা 𝕴পালিয়ে যান।
ঢাকার সন্ত্রাসবিরোধীও বিশেষ ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর গোলাম ছারোয়ার খান জাকির গণমাধ্যমকে বলেন, “রোববার এই দুই আসামির বিরুদ্ধে অন্য একটি মামলায় চার্জগঠনের জন্য দিন ধার্য ছিল। মামলার কার্যক্রম শেষে আসামিদের আদাౠলত থেকে নিচে নেওয়া হয়। এরপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের গেটের সামনে থেকে তারা পালিয়ে যায়।”
২০১৫ সালের ৩১ অক্টোবর আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ে হত𓃲্যাকাণ্ডের শিকার হয়েছিলেন দীপন।
এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক🔜 জিয়া, আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুর সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার ও শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের।
গত ১০ ফেব্রুয়ারি (বুধবার) মামলা🍃র রায়ে আসামিদের সবার মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত।