নারায়ণগঞ্জের ♏সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে চতুর্থ দফায় সাক্ষী দি🌊য়েছেন দুই প্রত্যক্ষদর্শী । তারা হলেন মো. শফিকুল ইসলাম সাগর ও ব্যবসায়ী নাজমুল হাসান শান্ত। এ সময় মামুনুল হক আদালতে উপস্থিত ছিলেন।
সোমবার (৯ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যಞামলের আদালত ওই সাক্ষী গ্রহণ করেন।
বিষয়টি নিশ্🤡চিত করেছেন আদ꧋ালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ।
তিনি জানান, প্রত্যক্ষদর্শী আরও দুইজন সাক্ষী দিয়েছেন। পরবর্তী স💟াক্ষ্য গ্রহণের সময় পরে জানিয়ে দেওয়া হবে। হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে সাক্ষী গ্রহণের পর কারাগারে পাঠানো হয়েছে।
এদিন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনি ও রতন মিয়া নামে আরও দুজন আদালতে উপস্থিত না হওয়🎉ায় পরবর্তী দিন ধার♏্য করা হয়েছে।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী ওমর ফারু😼ক নয়ন বলেন, “সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের 🌌পর জেরা করা হয়েছে। আমরা আশাবাদী ন্যায়বিচার পাব।”
কঠোর নিরাপত্তায় মামুনুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে তাকে♎ আবার কারাগা♑রে পাঠানো হয়েছে।